বাবরের ঝলমলে ইনিংসে দুই রেকর্ড
জিম্বাবুয়ের বিপক্ষে বাবরের তান্ডব । চার-ছক্কার সমারোহে গড়া ইনিংসে বিরাট কোহলির ফিফটি রেকর্ডেও করলেন সমতা । পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম গতকাল (২৩ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে একই দিনে ছুঁয়ে ফেলেছেন দুটি বড় মাইলফলক। ৭টি চার এবং ২টি ছক্কায় সাজানো ৫২ বলের ৭৪ রানের ঝলমলে ইনিংসে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ফিফটির সংখ্যায় সমান হয়ে যান ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে।
টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও বিরাট কোহলি দীর্ঘদিন ধরে , ধরে রেখেছিলেন সর্বোচ্চ ফিফটির (৩৮) রেকর্ড। বাবর আজমের এই ম্যাচে করা ফিফটিই তার ক্যারিয়ারের ৩৮তম, যা তাকে কোহলির পাশে নিয়ে দাঁড় করাল। কোহলি ১২৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩৮ ফিফটি করে করেছিলেন ৪ হাজার ১৮৮ রান। অন্যদিকে, বাবর ইতোমধ্যে ১৩৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও সমান সংখ্যক (৩৮) ফিফটি করে সংগ্রহ করেছেন ৪ হাজার ৩৯২ রান।
শুধু কোহলিই নন, এই ইনিংস বাবরের ক্যারিয়ারে যোগ করেছে আরেকটি বড় অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তিনি এবার পিছনে ফেলেছেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবালকে। তামিম ইকবাল তার ৩৯১ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৫ সেঞ্চুরি ও ৯৪ ফিফটির সাহায্যে মোট ১৫ হাজার ২৪৯ রান করেছিলেন। আর বাবর জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগেই ৩৩৪ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ১০৫ ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৫৯ রান নিয়ে তামিমকে ছাড়িয়ে যান।
এদিনের ইনিংস শুধু ম্যাচে নয়, পরিসংখ্যানেও বাবর আজমের নামকে আরও উজ্জ্বল করে তুলল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















