বিপিএলের ট্রফি নিয়ে বিমানে বরিশাল গেল তামিমরা

রোমাঞ্চকর ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। বিপিএলে প্রথম ট্রফি জিতে গত বছর বরিশাল যেতে না পারলেও, এবার ট্রফি নিয়ে বরিশাল গেল তামিম-মুশফিকরা। অবশ্য ট্রফি-ট্যুরের ঘোষণাটা আগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের বলা সেই কথাই রাখলেন ফরচুন বরিশাল অধিনায়ক।

আজ (রোববার) ৯ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা থেকে একটি চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে ছিলেন কোচিং স্টাফ ও সকল দেশি ক্রিকেটার। চ্যাম্পিয়ন ট্রফিসহ বরিশালের বেলস পার্কে হবে শিরোপা উদযাপন!

অবশ্য বিপিএলের ট্রফি এবার লঞ্চে বরিশালের যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির মালিক। কিন্তু বিদেশি ক্রিকেটার থাকা সেই সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে দলটি। উল্লেখ্য, গত শুক্রবার মিরপুরে বিপিএলের ১১তম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে বরিশাল।

Exit mobile version