বিপিএলে বিগ স্কোর না হওয়া নিয়ে যা বললেন ইমন , এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে এবারের বিপিএলে তাকে বেশ কয়েকটি ভূমিকায় দেখা যাচ্ছে। বিশেষ করে নিজের ব্যাটিংয়ের সঙ্গে করছেন উইকেটকিপিংও। এছাড়া প্রথম ৫ ম্যাচে চার নম্বরে ব্যাট করার পর বাকিগুলো খেলছেন ওপেনিংয়ে।
বিপিএলে একবার ২০০ রান হলো না কেন এমন প্রশ্নে ইমন বলেন,
‘সিলেটে অনেক ম্যাচ হয়েছে। এক উইকেটে টানা খেলা হলে উইকেটের আচরণ একেক রকম হয়েছে। প্রথম ম্যাচে এক রকম হলে দ্বিতীয় ম্যাচে আরেক রকম হয়েছে। এমনও হয়েছে প্রথম ইনিংসে এক রকম, দ্বিতীয় ইনিংসে অন্য রকম। এ কারণেই হয়তো একটু কঠিন ছিল। সবারই দুইশ করার সামর্থ্য আছে। অনেক দুইশ হয়েছে। এবার হয়নি তবে আগে হয়েছে। চট্টগ্রামে… তিন ভেন্যুতে খেলা হলে সুবিধা হলো উইকেট ভালোভাবে তৈরি করা যায়। সিলেটে এত ম্যাচ খেলেছি, উইকেট শেষদিকে এত সাপোর্ট করছিল না, এটাই।
গতকাল রাতে (শুক্রবার) সংবাদ সম্মেলনে নিজের ভূমিকা নিয়ে ইমন বলেছেন, ‘আমি চিন্তা করছি, মাইন্ডসেটের জিনিসটা। প্রথম ৫ ম্যাচ চারে খেলেছি, এরপর ওপেন খেলছি। আমার জন্যও ভালো হয়েছে। দুই জায়গারই স্বাদ পেয়েছি। আমার জন্য ভালো।
এছাড়া কিপিং নিয়ে ইমন জানান,
আমি আসলে কিপিং উপভোগ করছি। ডিআরএস নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি, ক্যাপ্টেন বোলারের ডিসিশন থাকে। কিপিং অনেক দিন পর করছি। সেভাবে কিপিং করা হয় না। আমার জন্য ভালো সুযোগ। উপভোগ করছি, আলহামদুলিল্লাহ ভালো আছে।
এরপরে রান তাড়া নিয়ে ইমন জানিয়েছেন, ‘এই রান তাড়া করা কঠিন না। তবে সেকেন্ড হাফে উইকেট একটু ভিন্ন আচরণ করছিল। বল একটু এক্সট্রা বাউন্স করছিল প্রথম ইনিংসের তুলনায়। সহজই ছিল। একটা দুইটা বাউন্ডারি হলে তাড়া করা সহজ হতো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















