বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে শুক্রবারের প্রথম ম্যাচে কোয়ালিফাইয়ার নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের তিনে উঠল ফরচুন বরিশাল। এই জয়ে সোমবার অনুষ্ঠেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর খেলার সুযোগ পাচ্ছে তামিম ইকবালের দল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪০ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা। জবাবে তামিম ইকবালের অধিনায়কোচিত ৬৬ রানের ওপর ভর করে দুই বল হাতে রেখে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়া বরিশাল।
এই ম্যাচে বরিশাল হেরে গেলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলটকে হারালে অনেক যদি কিন্তুর বিচারে এলিমিনেটরে খুলনার খেলার সুযোগ থাকতো। কিন্তু কুমিল্লার বিপক্ষে বরিশাল জয় পাওয়ায় এই ম্যাচের আর কোন গুরুত্বই থাকলো না। একটাই হতে পারে জয় নিয়ে এবারের আসর শেষ করার সুযোগ পাচ্ছে খুলনা ও সিলেটের সামনে।
বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লা শুরু থেকেই চাপে পড়ে। সুনিল নারাইন ও অধিনায়ক লিটন দাসের উদ্বোধনী জুটি ২৪ রানে ভাঙার পর উইকেটে নিয়মিত আসা-যাওয়া শুরু হয় কুমিল্লার। লোয়ার অর্ডারে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন জাকের আলী। এছাড়া তৌহিদ হৃদয় ২৫ ও মঈন আলী করেন ২৩ রান।
বরিশালের পক্ষে ২০ রান দিয়ে তিন উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ১৬ রান খরচ করে দুই উইকেট পেয়েছেন পেসার সাইফুদ্দিন। ক্যারিবীয় মিডিয়াম পেসার ওবেদ ম্যাককয় দুই উইকেট পেলেও খরচ করেন ৪০ রান।
১৪১ রানের টার্গেটে খেলতে নামা দলীয় ১০ রানে পাকিস্তানী ওপেনার আহমেদ শেহজাদ বিদায় নিলে ওয়ান ডাউনে খেলতে নামা ক্যারিবীয় কাইল মায়ার্সকে নিয়ে দলীয় সংগ্রহকে ৭৪ এ নিয়ে যান তামিম ইকবাল। মায়ার্স ২৫ ও মুশফিকুর রহীম ১৭ রান করে বিদায় নেয়ার পর ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করে আউট হন তামিম ইকবালও।
পরে মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার ১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। মাহমুদুল্লাহ ১২ ও সৌম্য ৬ রান করেন।