নিজের শহরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জায়গা করে নিলো তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৫ রান তোলে চট্টগ্রাম। জবাবে, তামিমের অপরাজিত ৫২ ও কাইল মায়ার্সের ৫০ রানের সুবাদে সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম।
গ্রুপের লড়াই শেষে টেবিলের তিন ও চারে থেকে বিপিএলের ফাইনালের পথে টিকে ছিলো যথাক্রমে বরিশাল ও চট্টগ্রাম। মুখোমুখি হয়েছিলো কোয়ালিফাইয়ার-২ এ জায়গা করে নেয়ার জন্য। মুখোমুখে সে লড়াইয়ে বরিশালের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশালের সাড়াশি বোলিংয়ের বিপরীতে চট্টগ্রামের কোন ব্যাটারই সুবিধা করতে পারেন নি। অস্ট্রেলিয়ান ওপেনার জস ব্রাউনে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান করে লড়াইয়ের চেষ্টা করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে অধিনায়ক শুভাগত হোমের ব্যাট থেকে।
বরিশালের পক্ষে পাঁচ বোলার এদিন বল হাতে নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন কাইল মায়ার্স, সাইফ উদ্দিন ও ওবেদ ম্যাক কয়। একটি করে উইকেট শিকারী ছিলেন তাইজুল ইসলাম ও জেমস ফুলার।
জবাবে খেলতে নামা বরিশালের বিপক্ষে প্রথম ওভারেই বোলিংয়ে আসের চট্টগ্রামের শুভাগত হোম। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই সৌম্য সরকারকে আউট করে সাফল্য এনে দেন শুভাগত। কিন্তু ওই পর্যন্তই জোড়া হাফসেঞ্চুরিতে বরিশালকে জয়ের বন্দরে নিয়ে যান তামিম ও মায়ার্স জুটি।
ক্যারিবীয় ব্যাটার মায়ার্স ৫০ রানে আউট হলেও অপরাজিত ৫২ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম।