বিপিএলের ৩৭তম ম্যাচে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে মোহাম্মদ মিথুনের সিলেট স্ট্রাইকার্স।
রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে আগেই টুর্নামেন্টেরবিদায়ঘন্টা বেজেছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সের।
আজ মিথুনদের জন্য ম্যাচটা নিয়মরক্ষার হলেও শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এমন সমীকরণের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নেন মিথুন। নির্ধারিত ওভার শেষে হাওয়েল ও মিথুনের জুটিতে ১৭৭ রানের বড় পুঁজি গড়ে সিলেট। এই দুইজনের জুটিতে আসে ৪২ বলে ৭৭ রান।
মিথুন ২০ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত ৩১ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন হাওয়েল। তাঁর ইনিংসে ছিলো ৬টি চার এবং ৪টি ছক্কা।
কুমিল্লার হয়ে এদিন দুইটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও সুনীল নারাইন। একটি উইকেট পেয়েছেন মুশফিক হাসান।
জবাবে ব্যাট করতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচের শেষ ওভারে এই ওপেনারের ব্যাট থেকে আসে তাঁর টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ৮৫ রান।
তবে তাঁকে এদিন কেউই জয়ের লক্ষ্যে সঙ্গ দিতে পারেননি। এদিন দলের জন্য ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেননি জনসন চার্লস-মঈন আলীরা।
শেষ পর্যন্ত লিটন ও রাসেল চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি। নির্ধারিত ওভার শেষে ১৬৫ রানে থামে কুমিল্লার ইনিংস। আর তাতেই তাঁরা হারে ১২ রানে।
ব্যাট হাতে অদম্য বেনি হাওয়েলের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।