চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেট অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান দেশের অন্যতম তারকা পেসার মোস্তাফিজুর রহমান। পরে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে মাথায় পাঁচটি সেলাই পড়ে তাঁর। পরে অবশ্য সেটি কেটেও ফেলা হয়।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে মোস্তাফিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সেদিন ডাগআউটে বসেই ম্যাচ উপভোগ করতে হয়েছে বাঁহাতি এই পেসারকে।
প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে না পারলেও মেগা ফাইনালে খেলতে দেখা যেতে পারে মোস্তাফিজকে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত পেয়েছেন তিনি।
অবশ্য বিসিবি অনুমতি দিলেও মোস্তাফিজকে খেলানোর সিদ্ধান্ত নির্ভর করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজমেন্টের উপর।
আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন মোস্তাফিজ। তাই প্রথম কোয়ালিফায়ারের দিন দলের সাথে মিরপুরে এসেছিলেন তিনি। তাঁর ব্যাপারে বিসিবি’র চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেন, ‘মোস্তাফিজের কোনো সমস্যা নেই। সে এখন পুরোপুরি ফিট। আমরা তার সবকিছু বিবেচনা করে ক্লিয়ারেন্স দিয়েছি। এখন খেলানোর সিদ্ধান্তটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।’
বিপিএলের ফাইনালে আগামী ১লা মার্চ মাঠে নামবে মোস্তাফিজের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।