চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসর। ইতিমধ্যেই লিগ পর্বের খেলা শেষে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবার অপেক্ষায় শীর্ষ চার দল। তবে দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি আসর নিয়ে আলোচনা-সমালোচনা যেনো থামছেই না। নানা বিতর্কের জন্ম দেয়া বিপিএল নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে।
হাথুরুকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। খেলাধুলা বিষয়ক জনপ্রিয় এই সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলেছেন, বাংলাদেশের কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। সেই সাক্ষাৎকারে বিপিএল নিয়ে আরো নানা প্রশ্নের জবাব দিয়েছেন এই লঙ্কান।
এই ধরনের টি-টোয়েন্টি খেলে টাইগাররা বিশ্বমানের হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে হাথুরু বলেছেন, ‘এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। ‘
পুরো মৌসুমজুড়ে বড় কোনো বিদেশি ক্রিকেটার খেলছেন না বিপিএলে। বাবর আজমের কথাই ধরা যাক। রংপুরের জার্সিতে বিপিএল খেলেছিলেন তিনি। তবে পিএসএল খেলতে চলতি মাসের ৭ তারিখেই বিপিএল ছেড়েছেন তিনি। আবার অন্য এক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আজ বিপিএলে আসছেন প্রোটিয়া তারকা ব্যাটার ডেভিড মিলার। খেলোয়াড়দের এমন আসা-যাওয়ার ব্যাপারটা সার্কাসের মতো বলে মনে করেন হাথুরু।