মুস্তাফিজের বলটা মাঠের বাইরে যেতে না যেতেই দুই হাত প্রসারিত করে দৌড় দিলেন ফরচুন বরিশালের মিলার। ডাগ আউটে বসে থাকা পুরো দলসহ দৌড়ে মাঠে ঢুকলেন ক্যাপ্টেন তামিম ইকবাল। অধরা ট্রফির আনন্দ উদযাপন করতে শুরু হয় বিজয় উৎসব।
বিপিএলের ইতিহাসে প্রথম বারের মতো এমন জয় পাওয়ায় শুভেচ্ছা জানিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। অন্যান্যদের সাথে ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে ছিলো প্রতিষ্ঠানটি।
শুভেচ্ছা বার্তায় জেনেক্স ইনফোসিস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও অ্যাকটিং ম্যানেজিং ডিরেক্টর শাহ্জালাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশের মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের এমন আসরে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। খেলাধুলার গুরুত্ব বিবেচনায় জেনেক্স সব সময় খেলাধুলাকে প্রাধান্য দেয়। যে হিসেবে ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে থাকতে পারাটা আমাদের জন্য গর্বের। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতেও আরও সাফল্য নিয়ে আসবে ফরচুন বরিশাল।’
গতকাল শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরে ৬ উইকেটের জয়ে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে তামিমের দল। যদিও এর আগে বিপিএলে ৩ বার ফাইনাল খেলেছে ফরচুন বরিশাল। সর্বশেষে ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই ফাইনালে হারে তারা। এবার সেই কুমিল্লাকে হারিয়েই প্রথমবার বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলো ফুরচুন বরিশাল।