বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসরের মেগা ফাইনালে আগামীকাল মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।
এদিন নিজেদের পঞ্চম শিরোপার জন্য মাঠে নামবে লিটন কুমার দাসের কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তাঁরা। অন্যদিকে নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য তামিম ইকবাল খানের ফরচুন বরিশালের।
হাই-ভোল্টেজ ফাইনালের আগে ঢাকার ঐতিহ্যকে তুলে ধরতে আজ আহসান মঞ্জিলে প্রদর্শিত হলো বিপিএল শিরোপা। সেখানে দুই অধিনায়ক লিটন দাস ও তামিম ইকবালের যাওয়ার কথা থাকলেও তাঁরা যাননি। তাঁদের পরিবর্তে দলের দুই সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী ট্রফির সাথে উপস্থিত ছিলেন।
আগে কখনোই ফাইনালে খেলে হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। এমনকি গত দুই আসরেই বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা। এবার তাঁদের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা। দলের সহ-অধিনায়ক জাকের এনিয়ে বলেন, ‘ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব, এমন কিছু নয়। পারফর্ম করেই কুমিল্লা প্রতিবার চ্যাম্পিয়ন হয়েছে। যদি চ্যাম্পিয়ন হতে হয়, ফাইনালেও আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’
বরিশালের অলরাউন্ডার মিরাজ এর আগে দুইবার বিপিএল ফাইনাল খেললেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। এবার সেই আক্ষেপ ঘোচাতে চেয়ে তিনি বলেন, ‘কখনো বিপিএলে ট্রফি জেতেনি। যদি চ্যাম্পিয়ন হতে পারি, এবারই প্রথম চ্যাম্পিয়ন হব। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তৃতীয়বার হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লাও চায়। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’