আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসরের। ফাইনালের একদিন আগে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরের প্রাইজমানি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কিংবা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা ফিল্ডার, সর্বোচ্চ রান ও উইকেটসংগ্রাহক এবং ফাইনালের ম্যাচসেরার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।
গত মৌসুমের মতো চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। অন্যদিকে ১ কোটি টাকা পাবে রানার্স আপ দল।
চলতি আসরের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। ফাইনালের ম্যাচসেরা, সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারির প্রত্যেক খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা করে। এছাড়াও সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকার প্রাইজমানি।
অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএলে প্রাইজমানির পরিমাণ কমই বলা চলে। প্রাইজমানির দিক থেকে অন্যান্য লিগগুলোর সাথে তুলনা করলে শীর্ষ পাঁচেও নেই বিপিএল।
এক নজরে বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকাঃ
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় – ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার – ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক – ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক – ৫ লাখ টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লাখ টাকা
রানার-আপ দল – ১ কোটি টাকা
চ্যাম্পিয়ন দল – ২ কোটি টাকা