মুস্তাফিজকে ছাড়াই সিলেটের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা; একাদশে নারাইন-রাসেল

গতকাল প্র্যাকটিস সেশনে অনুশীলনের সময় ম্যাথু ফোর্ডের বল মাথায় লাগায় আহত হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজুর রহমান। তাঁর ইনজুরি অভ্যন্তরীন না হলেও তাঁকে বিশ্রাম দিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একাদশের বাইরে রেখেছে কুমিল্লা। অন্যদিকে আজ কুমিল্লার জার্সিতে মাঠে ফিরেছেন দুই ক্যারিবীয় তারকা সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল।

বিপিএলের ৩৭তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মোহাম্মদ মিথুন।

লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স বর্তমানে টেবিলের ২য় স্থানে অবস্থান করছে। অন্যদিকে মোহাম্মদ মিথুনের সিলেট স্ট্রাইকার্স আছে টেবিলের ষষ্ঠ স্থানে।

আজ জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে কুমিল্লার। অন্যদিকে স্বান্তনার জয় পেতে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স।

দুই দলের একাদশেই আজ লেগেছে নতুনত্বের ছোঁয়া। কুমিল্লায় ফিরেছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। জায়গা পেয়েছেন ইমরুল কায়েসও। আর সিলেটে যোগ দিয়েছেন কেনার লুইস। ফিরেছেন ইয়াসির আলি।

সিলেট একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, ইয়াসির আলি, মোহাম্মদ মিঠুন, তানজিম সাকিব, শফিকুল ইসলাম, সামিত প্যাটেল, কেনার লুইস, সামিত প্যাটেল ও বেনি হাওয়েল।

কুমিল্লা একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), জনসন চার্লস, তাওহীদ হৃদয়, মইন আলি, জাকের আলি অনিক, ইমরুল কায়েস, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, আলিস আল ইসলাম ও মুশফিক হাসান।

Exit mobile version