হ্যাটট্রিক শিরোপার হাতছানি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে বরিশালের বিপক্ষে ব্যাট হতে বিপর্যয়ের মুখে পড়েছিল দলটি। তবে লোয়ার অর্ডার ব্যাটার বিশেষ করে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিং তাদের সামনে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে রেখেছে। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে।
টস হেরে আগে ব্যাটিং করতে হয় কুমিল্লাকে। ব্যাটিংয়ের শুরুতে একটা বাজি খেলার চেষ্টা করেছিল তারা। কিন্তু তাদের সে বাজিতে কাজ হয়নি। সুনীল নারাইন তেমন কোনো বোনাস রান এনে দিতে পারেননি। অধিনায়ক লিটন দাস, তৌহিদ হৃদয় এবং জনসন চার্লেসের অবস্থাও একই। ব্যর্থ হয়েছেন তারাও।
মূলত নির্ধারিত বিরতিতে উইকেট হারিয়েছে কুমিল্লা। তার মাঝে ব্যতিক্রম ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। সতীর্থদের বিপর্যয়ের মাঝে ৩৮ রানের ঝলমলে একটা ইনিংস উপহার দেন।
তবে শেষ সময়ে এসে কুমিল্লার বড় আস্থাটা এনে দিয়েছেন জাকের আলী ও আন্দ্রে রাসেল। সপ্তম উইকেট জুটিতে তারা ৩৯ রানের পার্টনারশিপ গড়েন। মাত্র ৩.২ ওভারে তারা এই রান করেন। আন্দ্রে রাসেল বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন। মাত্র ১৪ বলে ২৭ রান করেন তিনি। অন্যদিকে জাকের আলী ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
বরিশালের বোলার জেমস ফুলারের ওপর দিয়ে ঝড় বইয়ে আন্দ্রে রাসেল। তবে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আন্দ্রে রাসেল যখন ঝড় বইয়ে দিয়েছেন সে ঝড়ের মাঝেও তিনি শেষ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন। অথচ ওভারে তিনটি ওয়াইড এবং একটি নো বল ছিল।