কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাসকে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইভাবে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। লিটন তার অপরাধ স্বীকার করে নেয়ায় এই বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানি হবে না।
২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে বিসিবি কোড অব কনডাক্টের লেবেল-১ ভঙ্গ করায় ওই দিনের প্রাপ্ত ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়া হবে।
বিসিবি’র আচরণবিধি’র (কোড অফ কানডাক্ট) ২.৬ ধারায় বলা হয়েছে কোন খেলোয়াড় প্রতিপক্ষের কোন খেলোয়াড়ের প্রতি এমন কোন আচরণ করতে পারবেন না যা অসৌজন্যমূলক, আক্রমণাত্নক কিংবা অপমানজনক।
ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ডেইটন বাটলার, থার্ড আম্পায়ার তানভির আহমেদ এবং ফোর্থ অফিসিয়াল আলী ইমরান লিটনের বিপক্ষে এই জরিমানা ধার্য করেন।
‘লেবেল-১’ ভঙ্গের শাস্তি হিসেবে একজন খেলোয়াড়ের ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট যোগ করার বিধান রয়েছে।