চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসরের প্লে-অফ। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে একমাত্র এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে খেলার সুযোগ পায় বরিশাল।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের রংপুর রাইডার্স ও তামিমের ফরচুন বরিশালের মধ্যকার অলিখিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান হলেও এই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। লিগ পর্বের পর আবারো দেখা হয়ে যাচ্ছে দেশের সেরা দুই ক্রিকেটারের।
সাকিব-তামিমের কারণে এই ম্যাচটিকে ঘিরে আজ বাড়তি উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের দুই বড় তারকার সম্পর্কে ফাটল ২২ গজে দুজনের লড়াইকে আজ অন্য পর্যায়ে নিয়ে যাবে বলে আশা করছে দেশের কোটি ক্রিকেটপ্রেমীরা। যাতে করে দুই তারকার ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
চলতি বিপিএলের প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। অবশ্য দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারিয়েছে তাঁরা।
দুই তারকার মাঝে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি তাঁদের কাছে বেশি প্রাধান্য পাবে। আজকের ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।