বিশ্বকাপ বাছাই পর্বে নাজুক অবস্থা সর্বাধিকবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। বাছাই পর্বে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে পেলের দেশ ব্রাজিল। আজ ভোরে কলম্বিয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে ১-২ গোলে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। এ হারের ফলে ১০ দলের বাছাই পর্বে ব্রাজিল পঞ্চম স্থানে নেমে এসেছে।
লিভারপুলে খেলা কলম্বিয়ার লুইস দিয়াজের জন্য সন্ধ্যাটি ছিল অসাধারণ। কয়েকদিন আগে তার বাবাকে অপহরণ করা হয়েছিলো। অপহরণকারীরা পরে অবশ্য ছেড়েও দিয়েছে। বাবাকে ফিরে পাওয়ার আনন্দটা জোড়া গোলে উদযাপন করেছেন দিয়াজ। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন তিনি। তার এই জোড়া গোলেই ব্রাজিলকে হারিয়ে দেয় কলম্বিয়া।
হারলেও গোলের দেখা আগে পেয়েছিল ব্রাজিল। ম্যাচ শুরু হতে না হতেই গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। শুধু গোল করে এগিয়ে যাওয়া নয়, ম্যাচে একচ্ছত্র আধিপত্যও ছিল ব্রাজিলের। ভিনিসিয়ূস জুনিয়রের পাস থেকে বল পেয়ে গোলটি করেছিলেন মার্টিনেলি।
ভিনিসিয়ূস অবশ্য বেশি সময় মাঠে থাকতে পারেনি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। ভিনিসিয়ূস মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে মাঠের নিয়ন্ত্রণও ব্রাজিলের হাতছাড়া হতে থাকে। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কলম্বিয়া।
লুইস দিয়াস তখন মাঠের রাজা বনে যান। একের পর এক আক্রমণ রচনা করতে থাকেন। একাই ব্রাজিলের জাল লক্ষ্য করে দশটি শট নিয়েছেন। কিন্তু লিভারপুলে সতীর্থ ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন তার সামনে দেয়াল হয়ে দাঁড়ান। শেষ পর্যন্ত ব্রাজিলের রক্ষণভাগের ভুলে ৭৫ ও ৭৯ মিনিটে দুই হেডে দুই গোল করে দলকে জয় এনে দেন দিয়াজ।
ম্যাচ শেষে দিয়াজ মাইকের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। ব্রাজিলের বিপক্ষে করা গোল দুটো তার বাবাকে উৎসর্গ করেন।
এদিকে এই হারের ফলে ব্রাজিল টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো। আগামী ম্যাচে তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে। রিও ডি জেনিরোতে মঙ্গলবার এ ম্যাচটি মাঠে গড়াবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















