শেষ দিকে এসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলোতে বৃষ্টি হানা দিচ্ছে। সর্বশেষ ‘এ-গ্রুপে ভারত ও কানাডার ম্যাচটি বৃষ্টির কারণে কোন বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হলো। ম্যাচ ভেন্যু ফ্লোরিডার লডারহিলে উইকেটের কাভারই সরানো সম্ভব হয়নি। বৃষ্টির কারণে আউটফিল্ড খেলার অনুপযোগী হওয়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
গতকাল একই ভেন্যুতে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়। অবশ্য তার জন্য প্রায় তিন ঘন্টার মতো সময় নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত একাধিকবার মাঠ প্রদক্ষিণ করেন। এই ম্যাচের ওপরই নির্ভর করছিলো বিশ্বকাপে পাকিস্তানের টিকে থাকা না থাকার বিষয়টি।
একটা সময় পর্যন্ত ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছিলেন, প্রয়োজনে পাঁচ ওভার পর্যন্ত খেলা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটিও আর সম্ভব হয়নি। ওই ম্যাচে যদি যুক্তরাষ্ট্র পরাজিত হতো তাহলে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকতো পাকিস্তানের সামনে। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আগামীকাল লডারহিলেই অনুষ্ঠেয় পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচটি দু’দলের জন্যই কেবল নিয়মরক্ষার।
