সময়টা ভালো যাচ্ছে না দিয়াগো সিমিওনের। লা লিগায় এক সময় দাপট দেখানো আতলেতিকো মাদ্রিদ আর সৌরভ ছড়াতে পারছে না। গত রাতে ওসাসুনার কাছেও হেরেছে তারা। অ্যাওয়েতে ২-০ গোলে হেরেছে সিমিওনের প্রশিক্ষণাধীন দলটি।
শিরোপা জয়ের সব সম্ভাবনা আগেই শেষ হয়ে যায় দলটির। গত রাতে হারের পর ৩৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৭০। পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থার বিচারে শেষ পর্যন্ত তারা তৃতীয় হয়ে লিগ শেষ করতে পারে। শিরোপা দৌড়ে থাকতে না পারায় দলের ব্যর্থতা নিজেদের কাঁধে নিয়েছেন এ আর্জেন্টাইন কোচ।
ওসাসুনার কাছে এ হার আতলেতিকো মাদ্রিদের জন্য এক বিষ্ময়। ম্যাচ শেষে সিমিওনে বলেন, আমার মনে আমরা আলাভেস ও লাস পালমাসের বিপক্ষে যেমনটা খেলেছিলাম তার থেকে ভালো খেলেছি। তবে আমার মনে হয় কোচ হিসেবে আমি এ ম্যাচে খেলোয়াড়দের উজ্জ্বীবিত করতে পারিনি। যাহোক এর দায় দায়িত্ব আমি নিচ্ছি। ‘
ঘরের মাঠে যাই হোক অ্যাওয়ে আলেতিকো মাদ্রিদের অবস্থা বেশ নাজুক। সর্বশেষ ছয় অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। আর সর্বশেষ তিন ম্যাচের একটিতেও তারা কোনো গোল করতে পারেনি।
