ব্যাটিং অর্ডারে রদবদলে যাদের ভাবছেন মিরাজ

ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ (বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে তার নেতৃত্বে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। সিনিয়রদের অনুপস্থিতিতে তরুণদের হাত ধরে গড়া এই দল নিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন যাত্রা।

পঞ্চপাণ্ডবদের অবসর ও অনুপস্থিতিতে বাংলাদেশ এখন এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশনে অভিজ্ঞতার অভাব প্রকট। তবে অধিনায়ক মিরাজ আশাবাদী, তরুণরা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করবে।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “এটা ঠিক যে, আমরা মুশফিক ভাই ও রিয়াদ ভাইকে মিস করব। তবে নতুনদের জন্য এটা বড় সুযোগ। আমরা পরিকল্পনা করছি কাদের দিয়ে তাদের জায়গা পূরণ করা যায়।”

ব্যাটিং অর্ডারে কাদের নিয়ে ভাবছেন, এমন প্রশ্নে মিরাজ জানান, “এই ধরনের পরিবর্তন এক সিরিজেই হয়ে যাবে না। সময় দিতে হবে। তবে আমার মনে হয়, তাদের পজিশনে একটিতে আমি নিজেই ব্যাট করতে পারি, আরেকটিতে লিটন দাসকে খেলাতে পারি। কারণ সেখান থেকেই ইনিংস গড়ে তোলা যায়।”

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা করছেন মিরাজ। তরুণদের নিয়ে দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন তিনি। “এখন থেকে যে খেলোয়াড়রা ভালো করবে, তারাই ভবিষ্যতের দলের স্তম্ভ হয়ে উঠবে,” বলেন টাইগার অধিনায়ক।

Exit mobile version