একটা সময় পাকিস্তান-ভারত ক্রিকেট ম্যাচ অন্যরকম উত্তেজনা ছড়াত। পাক-ভারত ম্যাচে সেই উত্তেজনা এখন অনেকটাই অনুপস্থিত। ম্যাচ যে এখন একপেশে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই পাকিস্তানের হার, ভারতের জয়। পুরুষ ও নারী উভয় ক্রিকেটে একই অবস্থা। নারী বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বে ভারতের কাছে পাকিস্তানের অসহায় তার সমর্পন তারই শেষ সংযোজন। রবিবার গ্রুপ পর্বের খেলায় ভারত ৮৮ রানে হারিয়েছে পাকিস্তানকে। ভারতের ২৪৭ রানের জবাবে পাকিস্তান ১৫৯ রানে অল আউট হয়।
টস জয়ের পর পাকিস্তান অধিনায়ক প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তার বোলাররা তাকে স্বস্তি এনে দিতে পারেনি। পাকিস্তান বোলারদের সামনে ভারতীয় ব্যাটাররা এতটাই স্বস্তি নিয়ে খেলেছেন যে, প্রথম আট ব্যাটারের সবাই রান পেয়েছেন। এই আট ব্যাটারের মধ্যে সবচেয়ে কম রান ছিল অধিনায়ক হারমানপ্রিত কাউরের। ১৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৪৬ এসেছে হারলিন দোয়েলের ব্যাট থেকে। তবে ঝড়ো ব্যাটিং করেছেন রিচা ঘোষ। ২০ বলে করেন ৩৫। তার ব্যাটিংয়ে ভারতের রান বাড়ে দ্রুত গতিতে।
জবাবে পাকিস্তানের শুরুটা ছিল নড়বড়ে। শেষ পর্যন্ত তাই অব্যাহত ছিল। মাঝে সিদরা আমিন কিছুটা আলো ছড়িয়েছেন। ইনিংসের তো বটেই ম্যাচের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। ৮১ রান করেছেন তিনি। তবে তার রানের গতি কিছুটা ধীর ছিল। ১০৬ বলে এই রান করতে ৯ বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরেছেন। তার এমন ইনিংস সত্ত্বেও ১৫৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ভারতের আট ব্যাটার দুই অঙ্কের রান করেছেন, বিপরীতে পাকিস্তানের আট ব্যাটার করেছেন এক অঙ্কের রান। এর মধ্যে ছয়জনের মোট রান ছিল আট। চারজন দুই করে রান করেছেন, অন্য দুইজন রানের খাতা খুলতে পারেননি।
১০ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে ভারতের ক্রান্তি গৌড় ম্যাচ সেরা হন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















