ভারতের কাছে ৮৪ রানের হার বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ইকবাল হোসেন ইমনের করা ৭ম ওভারের তৃতীয় ডেলিভারিটা বিতর্কিত নো বল দেন আম্পায়ার

বাংলাদেশ ও ভারতের ম্যাচে আবারও বিতর্কিত আম্পায়ারিং। ভারতীয় ব্যাটারদের তেড়ে আসা। সব মিলিয়ে ৮৪ রানের বড় পরাজয় দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারের যুব বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ দল।

ব্লুমফন্টেইনে টস জিতে ভারতীয় ‍যুবাদের আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৩১ রানের মধ্যে দুই ব্যাটারকে আউট করে সাফল্য দেখান মারুফ মৃধা। দলীয় ১৭ রানে আরশিন কুলকার্নি ও ৩১ রানে মুশির খানের উইকে তুলে নেন বা হাতি এই মিডিয়াম পেসার।

কিন্তু তৃতীয় উইকেটে বাংলাদেশী বোলারদের হতাশা উপহার দেন ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় শাহারান।

৭৬ রান করা আদর্শ সিং আউট হওয়ার সময় দলটার সংগ্রহ ছিলো ১৪৭ রান। আর অধিনায়ক উদয় আউট হন ৬৪ রান করে। পরের দিকের ব্যাটাররা ছোট ছোট পার্টনারশিপ গড়ে ভারতের সংগ্রহকে ৭ উইকেটে ২৫১ রানে নিয়ে যান।

বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।

২৫২ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৩৮ রান তুললেও চার উইকেট হারায় দলীয় ৫০ রানের মধ্যে।

দলীয় ৩৮ রানে ওপেনার জিশান আলম ব্যক্তিগত ১৪ রানে আউট হন। এর এক রান পরেই ফেরেনে শূন্য রানে থাকা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

আশিকুর রহমান শিবলি ও আহরার আমীন যথাক্রমে ব্যক্তিগত ১৪ ও ৫ রানে আউট হলে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ৫০ রান।

সেখান থেকে আর বের হতে পারেনি আর জুনিয়র টাইগাররা। পরের দিকে আরিফুল ইসলামের ৪১ ও মোহাম্মদ শিহাব জেমস ৫৪ রান করে বাংলাদেশকে লড়াই রেখেছিলেন। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ ৪৫ ওভার পাঁচ বলে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

২২ জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Exit mobile version