ভারতের টেস্ট দলে জায়গা হল না শামির

ভারতের টেস্টে দলে জায়গা না হওয়ায় ফের প্রশ্ন উঠল! টেস্ট ক্রিকেট থেকে কি বিদায় ঘটে গেল শামির? তবে এই প্রশ্নের উত্তরে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর জানান,‘শামি এখনও পুরোপুরি ফিট নন। আগামী দিনে সুস্থ হলে ইংল্যান্ডে পাঠানো হতেও পারে।

আজ ইংল্যান্ড সফরের টেস্ট দল ঘোষণা করেছে ভারত। যে দলে জায়গা হয়নি মহম্মদ শামির। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন শামি। তার পর থেকেই চোটের কারণে ভারতীয় দলের বাইরে ছিলেন। প্রত্যাবর্তন হয় এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে।

তার আগে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন। সেই সময়ই অবশ্য একটি সূত্রে জানা গিয়েছিল শামি টেস্ট খেলতে খুব একটা আগ্রহী নন। তাঁর শরীর পাঁচ দিনের ধকল নেওয়ার জন্য এখনও তৈরি নয়। কোমর এবং হাঁটুর চোট সারিয়ে ফিরলেও টানা সাত-আট ওভার বল করতে সমস্যা হচ্ছে তাঁর। তাই আইপিএল খেললেও টেস্টের জন্য এখনও তৈরি নন শামি।

ইংল্যান্ড সফরের দল ঘোষণার পর আগরকর বলেন, ‘শামি পুরোপুরি ফিট নয়। আমরা ভেবেছিলাম ওকে পাব, কিন্তু সেটা হচ্ছে না। দুর্দান্ত ক্রিকেটার ও। শামি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।’

প্রয়োজন ইংল্যান্ড সফরের মাঝে তাঁকে পাঠানো হতে পারে। যদিও এমনটা শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরের সময়ও। কখনও বলা হয়েছিল তৃতীয় টেস্টের পর শামি খেলবেন। কখনও বলা হয়েছিল শামির ব্যাগ পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া যাননি।

Exit mobile version