মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি খেলা

পাক-ভারত সংঘাতের প্রভাবে বন্ধ হয়ে যায় দুই দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফের মাঠে গড়াচ্ছে আইপিএল। আগামী ১৭ মে থেকে ফের শুরু হবে আইপিএল। একই পথে হাঁটছে পাকিস্তানও। এই সপ্তাহের শেষের দিকে ফের মাঠে গড়াতে পারে পিএসএল।

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় স্থগিত হয়ে যাওয়া পিএসএলের এখনও বাকি আছে আটটি ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিগুলো দ্রুততম সময়ের মধ্যে টুর্নামেন্ট শেষ করার কথা ভাবছে।

ক্রিকইনফো জানায়, পিএসএল কর্তৃপক্ষ গত সোমবার (১২ মে) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দিনক্ষণ ও ভেন্যু ঠিক করতে বৈঠকে বসেছিল। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিশ্চয়তা দেখা দিয়েছে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে। অধিকাংশ বিদেশি খেলোয়াড়ই টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পাকিস্তানে যেতে ইচ্ছুক না আর। এ ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তির তারতম্য বেড়ে যাবে, যা পারফরম্যান্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কারণ কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি বাকিদের চেয়ে তাদের বিদেশিদের ফেরার ব্যাপারে অধিক নিশ্চিত।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি সভাপতি মহসিন নাকভি জানান, বিরতির পর শুরু হওয়া পিএসএলের দশম আসরের ফাইনাল হচ্ছে ২৫ মে। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজ পেছানোর কথা। আর সেটাই হতে যাচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ষোষণা না এলেও জানা যাচ্ছে, ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে সিরিজ।

Exit mobile version