দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসিদের বিপক্ষে খেলার জন্য দলে ডাক পেয়েছেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপ বাছাই পর্বে এ মাসে দুটো ম্যাচ খেলবে উরুগুয়ে। ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। অন্য ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি হবে ২২ নভেম্বর।
বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা চার ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের নেতৃত্বে রয়েছে। ১২ পয়েন্ট তাদের। উরুগুয়ের পয়েন্ট ৭। সমান পয়েন্ট রয়েছে ব্রাজিল ও ভেনেজুয়েলার।
বার্সেলোনার সাবেক খেলোয়াড় সুয়ারেজ বর্তমানে ব্রাজিলের গ্রেমিওতে খেলছেন। ৩৬ বছর বয়সী সুয়ারেজ গ্রেমিওর তো বটেই ব্রাজিলের লিগে সর্বোচ্চ গোলদাতা। ২৯ ম্যাচে ১৪ গোল করেছেন। গ্রেমিও কোচ রেনাতো গাউচো এরই মধ্যে সুয়ারেজকে জাতীয় দলে খেলার জন্য ছুটি দিয়েছেন।
লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন। সুয়ারেজ তো ব্রাজিলের গ্রেমিওতে। আগামী মৌসুমে উভয়কে মায়ামিতে দেখা যেতে পারে। গ্রেমিওর সঙ্গে দুই বছরের চুক্তি হলেও এক বছর শেষেই চুক্তির ইতি টানতে যাচ্ছেন সুয়ারেজ। মায়ামির সঙ্গে এরই মধ্যে তার চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন। এ মাসের শুরুতেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে তাদের।
মেসির বিপক্ষে খেলা হলে প্রতিপক্ষের কোচ বা রক্ষণভাগের খেলোয়াড়ের কাছে একটা অবধারিত প্রশ্ন থাকে। মেসিকে কিভাবে আটকাবেন? এমন প্রশ্নের জবাবে রিয়াল মাদ্রিদে খেলা ডিফেন্ডার ফেডেরিকো ভালভার্দে বলেন, মেসিকে কিভাবে আটকাতে হবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি এটা কখনোই পারবো না। তার বিপক্ষে আমি অনেক ম্যাচ খেলেছি। যখন মেসি বার্সেলোনায় ছিল তখন এ দায়িত্বটা কাসেমিরো পালন করতো। তাকে অবশ্যই সম্মান করতে হবে কেননা সে বিশ্বের সেরা খেলোয়াড়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















