পুরানো সঙ্গী তারা। বার্সেলোনার হয়ে লম্বা একটা সময় একে অপরের সঙ্গী ছিলেন। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিতেও তারা সতীর্থ। দুই জনের বয়সের তেমন কোনো পার্থক্য নেই। উভয়ের বয়স ৩৮। উভয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে। সবকিছু ঠিক থাকলে আগামী বিশ্বকাপই হবে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ মিশন। অন্যদিকে সুয়ারেজের আন্তর্জাতিক মিশন শেষ। তবে উভয়ে ক্লাব ফুটবল মাতিয়ে বেড়াচ্ছেন। সুয়ারেজের প্রত্যাশা মেসির সঙ্গে একই সময়ে ক্লাব ফুটবলকে বিদায় জানাবেন।
এ প্রসঙ্গে সুয়ারেজ বলেন, অবসর নেওয়ার জন্য আমাদের উভয়েরই যথেষ্ঠ বয়স হয়েছে। আমাদের জন্য যা সঠিক আমরা সেই সিদ্ধান্ত নেব। যাহোক আমরা চিন্তা ভাবনা করেই এ সিদ্ধান্ত নেব।’
সুয়ারেজ আরও বলেন, আমি এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি না। তবে আমি এটুকু বলতে পারি মেসির সঙ্গে আলোচনা করেই আমি অবসরের পরিকল্পনা করবো। কেননা লম্বা একটা সময় ধরেই আমরা একই সঙ্গে এই চিন্তা ভাবনা করছি। আর এটাই ঘটবে। তবে এটা নির্ভর করবে আমাদের ভবিষ্যত চুক্তির ওপর।’
মেসি ও সুয়ারেজ এখন ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ খেলোয়াড়। একটা সূত্র জানিয়েছে, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনা করছে। অন্যদিকে সুয়ারেজ এখন নতুন চুক্তির তুলনায় বর্তমান চুক্তিতে ভালোভাবে দায়িত্ব পালনের ওপর জোর দিচ্ছেন।
সুয়ারেজ বলেন, সত্যি কথা বলতে কি আমি দারুণ অবস্থায় আছি। শারীরিকভাবে আমি সুস্থ। তবে ক্লাব যদি চায় আমার কোনো সমস্যা নেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















