এশিয়ান যুব হকিতে প্রথমবারের মতো অংশ নিয়েই বাজিমাত করলো বাংলাদেশ নারী হকি দল। চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করে বাংলাদেশকে সাফল্য এনে দেয়া আইরিন আক্তার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।
মেয়েদের বিভাগে পদক আসলেও চতুর্থ হয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের ছেলেদের। শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ হকি দল।
ছেলেদেরও সামনেও ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিলো। কিন্তু তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে হারতে হয়েছে ৫-২ গোলে। ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ম্যাচের ফলাফল ছিলো ২-২। শেষ কোয়ার্টারে আরও তিন গোল হজম করে মোহাম্মদ আব্দুল্লার দল।
হংকংকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হেরেছিলো।
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশ নেয় বাংলাদেশ নারী হকি দল। প্রথম আসরেই ব্রোঞ্জ জিতে নিয়েছে তারা। গত শুক্রবার কাজাখ মেয়েদের বিপক্ষেই ২-২ গোলে ড্র হয়েছিল বাংলাদেশের মেয়েদের ম্যাচটি। আজ তাদের জালেই গুণে গুণে ছয়বার বল পাঠিয়েছেন মেয়েরা।
