ব্রাজিল-আর্জেন্টিনা বলে কথা। ফুটবল হোক আর যে কোনো খেলা হোক একটা উত্তেজনা যে থাকবে এটাই স্বাভাবিক। আজ সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবলে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে তার ব্যতিক্রম হয়নি। ম্যাচকে ঘিরে মাঠের বাইরে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দুই দলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েছিল। ফলে ম্যাচ শুরু হতে আধা ঘন্টা দেরি হয়েছে। ভোর সাড়ে ছয়টায় শুরুর কথা থাকলেও সাতটায় শুরু হয়েছে ম্যাচটি।
ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে হচ্ছে ম্যাচটি। নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর সব আয়োজন ঠিক ছিল। কিন্তু হঠাৎ গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল মাঠে ছেড়ে যায়। এ সময় আর্জেন্টিনা দল পরিস্কারভাবে জানিয়ে দেয়, পরিস্থিতি ঠিক হওয়ার পরই তারা মাঠে ফিরবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আর্জেন্টিনার সমর্থকরা যেনো মারামারিতে আর জড়াতে না পারে সে কারণে ব্যাপক সংখ্যক পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের পাশে অবস্থান নেয়। ব্রাজিল দল অবশ্য এ সময় মাঠে অবস্থান করছিল। তারা প্রতিপক্ষের জন্য মাঠে অপেক্ষা করেছে।
রিওডি জেনিরোতে এ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের জন্য ৬৯ হাজার টিকিট ছাড়া হয়েছে। মাঠে আর্জেন্টিনার তিন হাজার দর্শক রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















