নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার জেমস নিশামকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার নোয়াখালী এক্সপ্রেসে খেলার কথা শোনা গেলেও ভালো প্রস্তাব পেয়ে রাজশাহীর হয়ে খেলতে সম্মতি দিয়েছেন নিশাম।
৩৫ বছর বয়সি নিশাম এর আগে একবারই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন। তিনি রংপুর রাইডার্সের হয়ে ৭ ম্যাচ খেলে ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইকরেটে ২৯১ রান করেন। আর বল হাতে নেন ৪ উইকেট।
এবার নিশামকে নিয়ে দুই দলের মধ্যে কাড়াকাড়ি হয়েছে তা বলা যেতেই পারে। কারণ শোনা গিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস তাকে আনতে যাচ্ছে। কিন্তু এখন রাজশাহী নিশ্চিত করল তাদের হয়েই খেলবেন এ কিউই অলরাউন্ডার। এর কারণ রাজশাহীর কাছ থেকে ভালো অঙ্কের পারিশ্রমিক পাওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।
রাজশাহী ওয়ারিয়র্সে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন পাকিস্তানের সাবিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, জাহানদাদ খান ও শ্রীলঙ্কার দুশান হেমন্ত।
নিউজিল্যান্ডের হয়ে ৯৩ টি-টোয়েন্টি খেলে ১০১০ রান করেছেন নিশাম, আছে ৫৬ উইকেট। তবে বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ তিনি। সবমিলিয়ে স্বীকৃত ৩২০টি টি-টোয়েন্টি খেলে ৪৫১২ রান করেছেন ১৪১.৮৮ স্ট্রাইকরেট ও ২৩.৩৭ গড়ে। বল হাতে নিয়েছেন ২৬৯ উইকেট।
