রাফিনহা,ইয়ামালের গোলে বার্সার সহজ জয়

লা লিগা

ছয় মিনিটের ব্যবধানে জোড়া লাল কার্ড। আর তাতেই সর্বনাশ মায়োর্কার। আর তাতেই লা লিগায় মৌসুম শুরুর ম্যাচে বার্সেলোনার সহজ জয় নিশ্চিত হয়ে যায়। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। রাফিনহা, ফেরান টরেস আর লামিনে ইয়ামাল গোল করেন।

মায়োর্কার দুই খেলোয়াড় ৩৩ ও ৩৯ মিনিটে লাল কার্ড পাওয়ার আগেই বার্সেলোনা জোড়া গোলে এগিয়ে গিয়েছিল। রাফিনহা ও ফেরান টরেস গোল করেছিলেন। ইনজুরি সময়ে স্কোরশিটে নাম লেখান লামিনে ইয়ামাল।

বেশ কিছু ভালো আক্রমণ রচনা করেছিল মায়োর্কা। তা থেকে গোল পেলে অবাক হওয়ার ছিল না। নিতান্ত সব ছেলেমানুষী ভুলে তারা গোল পায়নি। তবে দুই লাল কার্ডের পর মায়োর্কার খেলায় ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায়।

রাফিনহা ও ইয়ামাল গত মৌসুমে বার্সেলোনার হয়ে দারুন সার্ভিস দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ফিরিয়ে আনতে মাত্র সাত মিনিট অপেক্ষা করতে হয়েছে। ইয়ামালের ক্রস থেকে ক্ষিপ্রতার সঙ্গে যে হেড নেন রাফিনতা তা মায়োর্কার গোলরক্ষকের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না।

২৩ মিনিটে বার্সেলোনা দ্বিতীয় গোল পায়। তবে এ গোল নিয়ে মায়োর্কা অভিযোগ করে। গোলের উৎসের সূচনার আগে বার্সেলোনার এক খেলোয়াড়ের শটে মায়োর্কার এক খেলোয়াড় আহত হয়ে মাঠে পড়ে থাকেন। এর ফলে মায়োর্কার কয়েকজন খেলোয়াড় খেলা বন্ধ করে দেন। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন এবং ফেরান টরেস গোল করেন।

Exit mobile version