গতকাল ২০ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়েই এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৪ উইকেটের এক স্মরণীয় জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। বাংলাদেশের জয়ের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডবুকেও বেশকিছু রেকর্ড যোগ হয়েছে এই ম্যাচে।
দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। শেষ ওভারে মুস্তাফিজ ও তাসকিনের কার্যকর বোলিং না হলে এই স্কোর আরও বড় হতে পারত। মুস্তাফিজের ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট ছিল বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি এশিয়া কাপ ফিগার, যা প্রতিপক্ষের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে।
এ পর্যন্ত সংক্ষিপ্ত সংস্করণের এ প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড ছিল আল-আমিন হোসেনের ২৫ রানে ৩ উইকেট। এছাড়া টি-টোয়েন্টি এশিয়া কাপের সর্বোচ্চ উইকেটও ছিল আল-আমিনের দখলে। কিন্তু এখন মুস্তাফিজ ১১ ম্যাচে সমান ১১ উইকেট নিয়ে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন। একই সময়ে ১০ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন বাংলাদেশের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারি। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ১৪৯ উইকেটের রেকর্ড সমান করেছেন ফিজ, তবে তিনি খেলেছেন ১২৯ ম্যাচের বদলে মাত্র ১১৭ ম্যাচে। এই সময়ে তার ইকোনমি ৭.২৯, যা আন্তর্জাতিক মাপের একটি শক্তিশালী পারফরম্যান্স।
ব্যাটিংয়ে বাংলাদেশের মূল ভরসা ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ওপেনিংয়ে নেমে সাইফ খেলেছেন ৪৫ বলে ৬১ রান, আর হৃদয় ৩৭ বলে ৫৮ রান সংগ্রহ করেছেন। মাঝের সময়ে ছোট ইনিংসে কার্যকর ভূমিকা নিলেও লিটন দাস আউট হন ১৬ বলে ২৩ রানে। তবে এই ম্যাচে লিটন একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন—তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক টি-টোয়েন্টিতে, ২৫৫৬ রানে, যা সাকিব আল হাসানের ২৫৫১ রানকে ছাড়িয়ে গেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















