বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিগত দুই মৌসুমে আইপিএলের স্পন্সর সংস্থা ছিলো টাটা (TATA)। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সাথে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি করেছে বহুজাতিক কোম্পানিটি। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্যে পৃষ্ঠপোষকতার রেকর্ড গড়ে বিসিসিআইকে তাঁরা দিবে ২ হাজার ৫০০ কোটি রুপি।
এর আগে সর্বোচ্চ মূল্যে পৃষ্ঠপোষকতার রেকর্ডটা ছিলো ভিভোর দখলে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন দফা চুক্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁরা দিয়েছিলো ১ হাজার ৫২০ কোটি রুপি। তবে আইপিএলের ২০২১ আসর শেষে সমঝোতার ভিত্তিতে চীনের এই প্রযুক্তিপ্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করে বিসিসিআই।
সেবছর ভারত ও চীনের সামরিক বাহিনীর সংঘাতের পরেও আইপিএলের সাথে ভিভোর সংযুক্তি ভারতজুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে দুই পক্ষ। এরপরেই মূলত ভিভোর জায়গা নিয়ে নেয় টাটা।
ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আইপিএলের টাইটেল স্পন্সরের স্বত্ব পেতে আরেক ভারতীয় বহুজাতিক কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপও টাটা গ্রুপের সমপরিমাণ অর্থ বিসিসিআইকে দিতে চেয়েছিলো। তবে যেহেতু টাটা ২০২২ থেকে আইপিএলের সাথে আছে তাই তাঁদের সাথে আরো পাঁচবছরের চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
