রেলিগেশন এড়ালো নেইমারের সান্তোস

সান্তোসের হয়ে নেইমারের মিশন শেষ। দলটি রেলিগেশন এড়াতে সমর্থ হয়েছে। রবিবার রাতে সান্তোস ৩-০ গোলে ক্রুইজেরোকে ৩-০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে তারা লিগে ১২তম হয়েছে।

ব্রাজিলিয়ান লিগে ২০ দল অংশ নেয়। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা চারটি দল রেলিগেশন ফাঁদে পড়ে। সেই ফাঁদের খুব কাছেই ছিল নেইমারের সান্তোস। ৩৮ ম্যাচ থেকে সান্তোসের পয়েন্ট ৪৭। অন্যদিকে এবার রেলিগেশন এড়ানো সর্বশেষ ক্লাবের পয়েন্ট ৪৪। ফলে এ ম্যাচে সান্তোস জয় না পেলে তাদেরকে আবার দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার একটা শঙ্কা ছিল।

৩-০ গোলে জয়ের ম্যাচে নেইমার কোনো গোল পাননি। তবে মাঝমাঠের চালিকা শক্তি ছিলেন তিনি।

ইনজুরির কারণে নেইমার লিগের অনেকগুলো ম্যাচে মাঠের বাইরে ছিলেন। গত এপ্রিলে শুরু হওয়া লিগের অর্ধেক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। হাঁটুর ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে। এ কারণে তার বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা রয়েছে। তবে বিশ্বকাপে খেলার বিষয়ে এখনো আশাবাদী নেইমার। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এখনো নেইমারকে দলে ডাকেননি। তবে তিনি জানিয়ে রেখেছেন, নেইমার পুরোপুরি ফিটনেস ফিরে পেলেই তাকে দলে ডাকা হবে।

ব্রাজিল লিগে এবারের শিরোপা জয় করেছে ফ্ল্যামেঙ্গো। সপ্তাহের মাঝামাঝি সময়ে সিয়েরাকে হারিয়ে তারা শিরোপা জয় নিশ্চিত করে। গত মাসে তারা কোপা লিবারতাদোরেস কাপও জয় করেছিল।

Exit mobile version