ভিন্ন দুই লিগে লড়ছেন মেসি ও রোনালদো। তবে তাদের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটা এখনো অব্যাহত। উভয়ে বয়সের ভারে ক্লান্ত, ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে। তারপরও তাদের লড়াই থেমে নেই। একে অপরের রেকর্ড নিজের করে নেওয়ার লড়াই এখনো চলছে। রোনালদোর আরো একটি রেকর্ড মেসি নিজের করে নিয়েছেন। পেনাল্টিহীন গোলে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি।
রবিবার রাতে মেজর সকাল লিগে ইন্টার মায়ামি ফ্লোরিডার ক্লাব নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারায়। মেসি জোড়া গোল করেন। জোড়া গোলের মাঝ দিয়ে মেসি ছাড়িয়ে গেছেন রোনালদোকে। এতদিন পর্তুগীজ তারকা রোনালদোর ৭৬৩টি পেনাল্টিহীন গোল নিয়ে সবার উপরে ছিলেন। মেসির এবার জোড়া গোল করে তাকে ছাড়িয়ে গেছেন। বর্তমানে মেসির পেনাল্টিহীন গোলের সংখ্যা ৭৬৪। তবে এ জন্য রোনালদোর তুলনায় মেসি ১৬৭ ম্যাচ কম খেলেছেন। রোনালদো খেলেছেন ১২৮১ ম্যাচ। আর মেসির খেলা ম্যাচের সংখ্যা ১১১৪।
বর্তমানে রোনালদোর মোট গোলসংখ্যা ৯৩৮। অন্যদিকে মেসির গোলসংখ্যা ৮৭৪। ফলে মোট গোলের সংখ্যায় রোনালদো এখনো অনেকটা এগিয়ে রয়েছেন। জাতীয় দলের হয়ে গোলের সংখ্যায়ও রোনালদো এগিয়ে রয়েছেন। এই পর্তুগীজ তারকা দেশের হয়ে ১৩৮ গোল করেছেন। মেসি করেছেন ১১২ গোল।
