ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় আগেই নিশ্চিত করেছে লিভারপুল। ফলে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো তাদের জন্য নিয়ম রক্ষার। সেই নিয়ম রক্ষার ম্যাচে চেলসির কাছে বিধ্বস্ত হয়েছে দলটি। গত রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে হেরেছে। অন্যদিকে জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে চেলসির।
মূলত এ ম্যাচে লিভারপুল অপেক্ষাকৃত দুর্বল দল মাঠে নামিয়েছিল। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে অনিয়মিতদের সুযোগ দিয়েছিল। আর সে সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে চেলসি। ম্যাচের শুরুতেই গোল হজম করে লিভারপুল। তৃতীয় মিনিটে এঞ্জো ফার্নান্দেজ গোল করে চেলসিকে এগিয়ে নেন। দ্বিতীয় গোল পেতে অবশ্য চেলসিকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। একের পর এক আক্রমণে নাজেহাল হওয়া লিভারপুল তাদেরকে আত্মঘাতি গোল উপহার দেয়। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডিক বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন।
ম্যাচের একেবারে শেষ সময়ে চেলসি পায় তৃতীয় গোল। ৯৬ মিনিটে কোল পালমার পেনাল্টি থেকে গোল করেন। জানুয়ারির মাঝামাঝি সময়ের পর এটা পালমারের প্রথম গোল। এর আগে ভার্জিল ফন ডিক গোল করে ব্যবধান কমিয়েছিলেন।
এ জয়ের ফলে চেলসি ৩৫ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। তবে স্থানটি মোটেও নিরাপদ নয়। নটিংহাম ফরেস্ট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ৩৪ ম্যাচ থেকে ফরেস্টের পয়েন্ট ৬০। ফলে যে কোনো সময় চেলসিকে টপকে যেতে পারে তারা।
