শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখালেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। চারটি করে উইকেট শিকার করে আফগান ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেন এই দুই টাইগার পেসার। তবে মোহাম্মদ নবী ও হাশমতউল্লাহ শাহিদীর দৃঢ় ব্যাটিংয়ে আফগানিস্তান ২৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশকে।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইনিংসের শুরুতেই তাসকিনের আঘাতে রহমানুল্লাহ গুরবাজ ফিরে যান, যা বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয়। মোস্তাফিজের হাত ধরে ফিরে যান রহমত শাহ ও অপর ওপেনার আতিকুল্লাহ, যা বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। পরবর্তীতে, মোস্তাফিজের বলেই আউট হন আজমতউল্লাহ ওমরজাই।
একসময় ৩৫ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে টেনে তুলতে নবী ও শাহিদী ১০৪ রানের জুটি গড়েন। এই জুটিতে ৫২ রান করেন শাহিদী ও নবী খেলেন ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস। তাদের বিদায়ের পর আফগানিস্তান আর বড় সংগ্রহ করতে পারেনি এবং শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়।
বাংলাদেশের হয়ে তাসকিন ৫৩ রান খরচায় ও মোস্তাফিজ ৫৮ রানে চারটি করে উইকেট তুলে নেন। এছাড়া শরিফুল ইসলাম একটি উইকেট নেন।
