সাবেক শুটিং তারকা ও জাতীয় দলের সহকারী কোচ শারমিন আক্তার রত্না দায়িত্ব ছাড়লেন শুটিং ফেডারেশন থেকে। গত ১৬ জুলাই ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে ব্যক্তিগত কারণ দেখালেও, তার পদত্যাগের পেছনে রয়েছে ভিন্নতর ইঙ্গিত।
এক যুগেরও বেশি সময় শুটিং ক্যারিয়ারে সফল ছিলেন রত্না। ২০১০ সালে এসএ গেমসে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে স্বর্ণ জয়ের পাশাপাশি, কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন তিনি। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে কোচিং ক্যারিয়ার শুরু করেন, ছিলেন জাতীয় দলের সহকারী কোচ ও ক্যাম্প কমান্ডার।
তবে বিস্ময়করভাবে শুটিং ফেডারেশনের নতুন কমিটি ঘোষণার দিনই (১৬ জুলাই) দায়িত্ব ছেড়ে দেন রত্না। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে একজন বিতর্কিত কর্মকর্তার অন্তর্ভুক্তি নিয়ে নাখোশ ছিলেন তিনি। যদিও পদত্যাগপত্রে কোনো রাজনৈতিক বা সংগঠনগত বিরোধের কথা উল্লেখ করা হয়নি, তবুও সংশ্লিষ্ট মহলে গুঞ্জন—নীতিগত অবস্থানের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রত্না।
ক্রীড়াঙ্গনে রত্না বরাবরই ছিলেন এক প্রতিবাদী কণ্ঠ। খেলোয়াড়দের অধিকার, সুযোগ-সুবিধা ও নারীর নিরাপত্তা নিয়ে সরব থেকেছেন তিনি। তাই অনেকে মনে করছেন, ফেডারেশনের ভেতরের অনিয়ম বা অনভিপ্রেত পরিবেশই হয়তো তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
রত্নার পদত্যাগ শুটিং ফেডারেশনের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তার অভিজ্ঞতা ও নেতৃত্বের অভাব শুটিং অঙ্গনে দীর্ঘ মেয়াদে প্রভাব ফেলতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















