শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হারাতে চায় আরব আমিরাত

প্রথমবার টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। টাইগারদের দেওয়া ২০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে জয় তুলে নেয় আমিরাত। ব্যাট হাতে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ৮২ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন।

যদিও সহজ ক্যাচ মিসে নতুন জীবন পান তিনি। শেষ দিকে হায়দার আলির ৬ বলে ১৫ রানের কার্যকরী ইনিংসে ভর করে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিক দল। প্রথমবারের মতো বাংলাদেশকে হারানোর স্বাদ পাওয়া আমিরাতের অধিনায়ক ওয়াসিম বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশকে হারিয়ে দারুণ লাগছে। আমি সবাইকে বিশ্বাস দিচ্ছিলাম, এই রান তাড়া সম্ভব কারণ আমরা এই কন্ডিশন চিনি।’

দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ ওয়াসিম ২০২১ সালের ৫ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করেন। সমতায় ফেরার পর এবার বাংলাদেশকে সিরিজ হারানোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা শেষ ম্যাচে নিজেদের সেরাটা খেলব এবং লক্ষ্য থাকবে সিরিজ ২-১ ব্যবধানে জেতার।’

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে। তৃতীয় ম্যাচটিও মাঠে গড়াবে একই সময়ে অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টায়। আমিরাতের আরেক ক্রিকেটার আসিফ খান বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আমরা এর আগেও দুইবার টেস্ট খেলুড়ে দলকে হারিয়েছি। আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে। টি-টোয়েন্টিতে আমাদের দলটা খুব ভালো।’

তিনি আরও বলেন,‘আমাদের পরিকল্পনা ছিল ওয়াসিম ভাই যেভাবে পাওয়ার হিটিং করছে সেটাই লাগবে। এখানে বিভিন্ন টুর্নামেন্ট খেলার কারণে আমাদের ধারণা ছিল ২১০-২১৫ রান কীভাবে তাড়া করতে হবে। আমাদের লক্ষ্য ছিল ৬ ওভারে ৬০ রান করা। সেটাই ওয়াসিম ভাই প্রয়োগ করেছেন। নিচের ব্যাটাররাও পরিকল্পনা কাজে লাগিয়েছে। আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি।’

Exit mobile version