শেষ সময়ে হার এড়ালো ইন্টার মায়ামি

মেজর সকার লিগ

ফিলাডেলফিয়া ইউনিয়নের খেলোয়াড়দের উৎসব

মেজর সকার লিগে সময়টা ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। আরো একটা হার নিশ্চিত হয়ে গিয়েছিল মেসিদের। কিন্তু শেষ সময়ে জোড়াে গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। ৮৭ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকা ম্যাচে শেষ সময়ে মেসি ও তেলাস্কো সেগোভিয়া গোল করে দলকে পয়েন্ট এনে দেন।

হারটা ইন্টার মায়ামির প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। টাই বারিবোর জোড়া গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়টা তখন প্রায় হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু ৮৭ মিনিটে লিওনেল মেসি অসাধারণ এক ফ্রি কিকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। আর ৯৫ মিনিটে তার সহযোগিতায় তেলাস্কো সেগোভিয়া গোল করেন।

ম্যাচের শুরুতেই গোল হজম করে ইন্টার মায়ামি। সপ্তম মিনিটে চমৎকার এক গোল করে ফিলাডেলফিয়া ইউনিয়নকে এগিয়ে নেন কুইন সুলিভান। বিরতির আগে ব্যবধান দ্বিগুন করেন টাই বারিবো।

২-০ গোলে পিছিয়ে থেকে ইন্টার মায়ামি বিরতিতে যায়। বিরতির পরপরই মায়ামি ব্যবধান কমায়। তাদেও অ্যালেন্দে গোল করেন। কিন্তু তার এই গোল মায়ামি সমর্থকদের উজ্জ্বীবিত করতে ব্যর্থ হয়। কেননা কয়েক মিনিট পর তারিবো গোল করে আবার ফিলাডেলফিয়া ইউনিয়েনকে এগিয়ে নেন। সবশেষে আসে মেসির ম্যাজিক। চমৎকার গোল করে ব্যবধান কমানোর পর শেষ সময়ে সমতাসূচক গোলের রূপকারও ছিলেন তিনি।

Exit mobile version