শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। ১৩৩ রানের টার্গেটে দলীয় শূন্য রানে ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হলেও আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাসের ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন যথাক্রমে শেখ মাহেদী হাসান ও লিটন কুমার দাস।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিক দলকে। জবাবে টপ অর্ডারের নৈপূল্যে ২১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় দিয়েই লম্বা এক সফর শেষ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ঘটনাবহুল সিরিজে তিনজন অধিনায়কের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদি মিরাজ এবং টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস।

Exit mobile version