সমতায় সিরিজ শেষ নিউজিল্যান্ডের

মিরপুরে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ সমতায় শেষ করলো নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া ১৩৭ রানের টার্গেটে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের অনবদ্য জুটিতে ভর করে জয়ের বন্দরে পৌছায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও তাইজুল ইসলাম দুইটি এবং শরিফুল ইসলাম একটি উইকেট পেয়েছেন। বাংলাদেশি বোলাররা এদিন ভালো বোলিং করলেও স্যান্টনার ও ফিলিপসের জুটি ভাঙতে ব্যর্থ হয় তাঁরা।

শেষ পর্যন্ত মিচেল স্যান্টনার ৩৯ বলে ৩৫* এবং গ্লেন ফিলিপস ৪৮ বলে ৪০* রান করে অপরাজিত ছিলেন। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেছিলেন ফিলিপস। একারণে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাঁর হাতেই।

সিরিজের দুই ম্যাচে বল হাতে ১৫ উইকেট ও ব্যাট হাতে ২৮ রান করে সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম

Exit mobile version