ঢাকায় আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলের জন্য ৩০ মে আবাসিক ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। তবে মাঠের অনুশীলন শুরু হবে একদিন পর অর্থাৎ ৩১ মে থেকে। জাতীয় স্টেডিয়ামে ঢাকায় চলবে জামাল ভুইয়া-হামজা চৌধুরীদের অনুশীলন।
বিকেলে বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির তৃতীয় নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার আমের খানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাফুফে ন্যাশনাল টিমস কমিটির ৩য় নিয়মিত সভা দুপুর দু’টায় বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সভায় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্ত :
১। ভুটান ও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যকার খেলা উপলক্ষ্যে আগামী ৩০ মে ২০২৫
তারিখ হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে এবং প্রাথমিক তালিকায়
অন্তর্ভুক্ত খেলোয়াড়গণ সন্ধ্যা ৭:০০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিম ম্যানেজার জনাব মো: আমের খান
এর নিকট রিপোর্ট করবে। আগামী ৩১ মে ২০২৫ তারিখ হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল জাতীয়
স্টেডিয়াম ঢাকায় অনুশীলন শুরু করবে।
২। আগামী ১ হতে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্তঅনুষ্ঠিতব্য ‘এএফসি অ-২৩ এশিয়ান কাপ ২০২৬, সৌদি আরব-
কোয়ালিফায়াস’ এ বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। উক্ত প্রতিযোগিতায় ‘গ্রæপ-সি’তে
বাংলাদেশ, ইয়েমেন, সিঙ্গাপুর ও হোস্ট ভিয়েতনাম অংশগ্রহণ করবে।
৩। আগামী ১ হতে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্তফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার-১
এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















