এক দিন আগেই পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার নাহিদ রানা। এবার ছিটকে গেলেন সৌম্য সরকার। পিঠের চোটের কারণে তিন ম্যাচের এই সিরিজে খেলা হচ্ছে না এই ওপেনারের। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
কয়েক দিন ধরে পিঠের ডানে নিচের দিকের ব্যথায় ভুগছেন সৌম্য। এই চোট থেকে সেরে উঠতে সৌম্যর ১০ থেকে ১২ দিন লাগবে বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শারীরিক পরীক্ষার পর জানা গেছে যে তার চোটের জন্য প্রায় ১০ থেকে ১২ দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এর ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।’
এই মুহূর্তে মিরাজ অবশ্য পাকিস্তানেই অবস্থান করছেন। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আজ রাতেই তার দল এলিমিনেটরে করাচি কিংসের মুখোমুখি হবে। লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের আরও দুই তারকা সাকিব আল হাসান ও রিশাদ হাসান।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী মিরাজ। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শেষ করে জাতীয় দলে তিনি যোগ দেবেন বলে জানানো হয়েছে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















