দারুণ সময় পার করছেন জুডে বেলিংহাম। বার্মিংহাম সিটির সাবেক এই তরুণ এখন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। একের পর এক গোল করে চলেছেন। আজ এল ক্ল্যাসিকোতেও সমর্থকরা তার দিকে তাকিয়ে থাকবে। ক্যারিয়ারের প্রথম এল ক্ল্যাসিকো ঘিরে তাই উত্তেজনায় টগবগ করছেন এই ইংলিশ। তবে মোটেও নার্ভাস নন বলে জানিয়েছেন তিনি।
বয়স মাত্র বিশ। রিয়ালের হয়ে এ মৌসুমে লিগের ১০ ম্যাচের ৯টিতে মাঠে নেমেছেন এ তরুণ। গোল করেছেন আটটি। ক্লাবের হয়ে লিগে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা তিনি। শুধু তাই নয়, লা লিগায়ও সর্বোচ্চ গোলদাতা এই ইংলিশ তরুণ।
এখানে শেষ নয়, চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেতৃত্বে বেলিংহাম। শুধু যে ক্লাবের তা নয়, এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গোলদাতার তালিকায় শীর্ষে এই ইংলিশ তারকা। তবে এককভাবে নয়, যুগ্মভাবে। তিন ম্যাচে তিন গোল করেছেন।
গত সপ্তায় চ্যাম্পিয়ন্স লিগে ব্রাগার বিপক্ষে ম্যাচের সময় ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন বেলিংহাম। এ কারণে ম্যাচের শেষ মুহুর্তে তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ। এখন অনেকটা সুস্থ, খেলার জন্যও প্রস্তুত তিনি। বেলিংহাম তার ইনজুরি সম্পর্কে বলেন, আমি এখন সুস্থ, খেলার জন্য প্রস্তুত।
ম্যাচ সম্পর্কে বেলিংহাম বলেন, আমি এল ক্ল্যাসিকোতে নামার জন্য উম্মুখ হয়ে আছি। আমি এ ম্যাচ নিয়ে উত্তেজনা অনুভব করছি, তবে নার্ভাস নই। আশা করছি আমরা এ ম্যাচ ভালো করবো।
লা লিগায় রিয়াল মাদ্রিদ এ পর্যন্ত এক ম্যাচে হেরেছে। গত ২৪ সেপ্টেম্বর অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ১-৩ গোলে হারে তারা। অন্যদিকে বার্সেলোনা এখনো অপরাজিত।
