স্বপ্নের সূচনা ইন্টার মিলানের!

ইন্টার মিলান নতুন মৌসুম শুরু করল দাপুটে এক জয়ে। সাস সিরোয়, সোমবার, তুরিনোর বিরুদ্ধে ৫-০ গোলে জয় তুলে নেয় তারা। এই ব্যবধানের জয় সেরি আ-তে ৬৪ বছর পরে পেলো তারা।

ম্যাচে দুটি গোল করেছেন মার্কাস থুরাম, একটি করে গোল করেছেন আলেসান্দ্রো বাস্তোনি, আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেস ও ২১ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড আঁজ-ইয়োয়ান বনি।

ইন্টার মিলানের দাপট পুরো ম্যাচে চোখে পড়েছে। ২০টি শট নিয়েছে তারা, যার ৯টি লক্ষ্যে। গোলের সংখ্যা ৫ হলেও আরও বেশি হতে পারত। শুরু থেকেই ছিল তীব্র আক্রমণ। প্রথম মিনিটেই থুরামের হেড অল্পের জন্য মিস হয়। ১৮তম মিনিটে কর্নার থেকে বাস্তোনি প্রথম গোল করেন।

প্রথমার্ধে ব্যবধান বাড়ায় থুরাম। দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে গোল করেন অধিনায়ক লাউতারো মার্তিনেস। থুরামের দ্বিতীয় গোল আসে ৬২তম মিনিটে। ৭২তম মিনিটে বনি গোল করে ব্যবধান আরও বড় করেন।

ম্যাচ শেষে থুরাম বলেন,

“এই জয়ের মানে হলো আমরা কোনো গোল হজম না করে শুরু করেছি। এটা গুরুত্বপূর্ণ। আমরা এখনও শতভাগ তৈরি নই, তবে এটি ভালো ম্যাচ ছিল।”

গত মৌসুমে ইন্টার মিলানের সামনে ‘ট্রেবল জয়ের’ সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সফলতা আসেনি। লিগে রানার্স-আপ হওয়া ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারানোর স্মৃতি নতুন মৌসুমে ভুলে যেতে চাইছেন খেলোয়াড়রা।

বাস্তোনিও বলেন,

“গত মৌসুম কঠিন ছিল, তবে এখন আমরা নতুন অভিযান শুরু করেছি। দেখাতে চাই আমরা কতটা তাড়নাশীল এবং কী করতে পারি।”

ইন্টার মিলান এবার নতুন উদ্দীপনা নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে এগোচ্ছে।

Exit mobile version