স্বাধীনতা কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ‘সি’ গ্রুপের খেলায় মোহামেডানের বিপক্ষ দুইবার এগিয়ে গিয়েও জয় পায়নি সেনাবাহিনী ফুটবল দল।
সেনাবাহিনীর প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন গোলাম রব্বানী ছোটন। তার প্রশিক্ষণাধীন দলটি শুরু থেকেই দারুণ খেলা উপহার দেয়। শুরু থেকেই তারা মোহামেডানের ওপর চেপে বসে। তারই ধারাবাহিকতায় নবম মিনিটে গোল পেয়ে যায় সেনাবাহিনী। শাহরিয়ার ইমনের লম্বা পাস ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক সুজন। কিন্তু তিনি সফল হননি। ইমতিয়াজ রায়হানের জোরালো হেডে গোল পেয়ে যায় সেনাবাহিনী।
১৯ মিনিটে মোজাফফরভের ফ্রি কিকে নিখুঁত হেডে সমতা ফেরান আরিফ হোসেন। কিন্তু ৫ মিনিট পরই মোহামেডানের স্বস্তি কেড়ে নেন রঞ্জু শিকদার। বিরতি পর্যন্ত সেনাবাহিনী ২-১ গোলে এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আবার সমতা ফেরায় মোহামেডান। ইমানুয়েলের হেড থেকে আসা বল সেনাবাহিনীর জালে জড়িয়ে দেন জাফর।
মোহামেডান তাদের পরের ম্যাচ খেলবে সি গ্রুপের অপর দল ফর্টিস এফসির বিপক্ষে আগামী ৩ নভেম্বর, মুন্সিগঞ্জে। তার আগে একই ভেন্যুতে ৩১ অক্টোবর সেনাবাহিনীর বিপক্ষে মাঠে নামবে ফর্টিস।
১৩ দল নিয়ে ২৭ অক্টোবর শুরু হয়েছে স্বাধীনতা কাপ ফুটবল। একমাত্র বি গ্রুপে খেলছে চারটি দল। চার গ্রুপ থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে।
