ভারতের নারী ক্রিকেটের তারকা স্মৃতি মান্ধানার বিয়ের আয়োজন থমকে গেছে হুট করেই। মহারাষ্ট্রের সাঙ্গলিতে শুক্রবার হলুদ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলেও, রোববার চার হাত এক হওয়ার ঠিক আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর আরও বিপর্যয় ঘটে। হবু স্বামী পলাশ মুচ্ছলও রোববার রাতেই অসুস্থ হয়ে পড়েন। ভাইরাল সংক্রমণ এবং অ্যাসিডিটির কারণে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল এবং তিনি হোটেলে ফিরে গেছেন।
স্মৃতি এবং দুই পরিবারের সদস্যরা পুরোপুরি বাবার সুস্থতায় মনোযোগ দিয়েছেন। পরিবারের চিকিৎসক জানিয়েছেন, শ্রীনিবাস মান্ধানার অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রয়েছেন। এই পরিস্থিতিতে সকল বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
স্মৃতি তার ইনস্টাগ্রামে বিয়ের সব পোস্ট মুছে দিয়েছেন। পূর্বে কয়েকদিন আগে হালকা–মেজাজের একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে বিয়ের ঘোষণা দেওয়া হয়েছিল, যা এখন দেখা যাচ্ছে না। তবে পলাশের সোশ্যাল মিডিয়াতে স্মৃতিকে প্রপোজ করার ভিডিও এখনও রয়েছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, “স্বাস্থ্যই এখন প্রথম। বিয়ে পরবর্তীতে হবে, তবে মন শান্ত থাকলে।” স্মৃতি ও পলাশের প্রেম দীর্ঘ পাঁচ বছর ধরে চলেছে, পলাশ একজন খ্যাতনামা কম্পোজার এবং গায়িকা পালক মুচ্ছলের ভাই।
