১০৪ রান করে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ব্যাটার শাহাদাত হোসেনের।

লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত ২৭ ওভারে ১০৪ রান করেছে বাংলাদেশ। এর মাঝে তাঁরা উইকেট হারিয়েছে দুইটি। দলীয় ৩৯ রানে আইজাজ প্যাটেলের বলে আউট হন ওপেনার জাকির হোসেন। এর আগে তাঁর ব্যাট থেকে আসে ৪১ বলে ১২ রান। জাকির সতর্কতার সাথে খেললেও ওয়ান ডাউনে নামা শান্ত শুরু থেকেই ব্যাটিংয়ে দারুণ আগ্রাসী ছিলেন। গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশী অধিনায়ক। ফেরার আগে ৩৫ বলে ৩৭ রান করেছেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ২টি চার ও ৩টি ছয়।

Exit mobile version