তুরস্ক ফুটবলে জুয়া কেলেঙ্কারি – রেফারিদের বিরুদ্ধে বাজি ধরার অভিযোগ

তুরস্ক ফুটবলে জুয়া কেলেঙ্কারি : ১৫০ রেফারি ম্যাচে বাজি ধরেছেন

তুরস্ক ফুটবলে সামনে এলো এক নজিরবিহীন কেলেঙ্কারি । দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, তারা পেশাদার লিগের রেফারিদের বিরুদ্ধে বিশাল এক বাজি-কেলেঙ্কারির তদন্ত শেষ করেছে, যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানোগলু সংবাদ সম্মেলনে জানান, তুরস্কের পেশাদার ফুটবলে ১৫০ জনেরও বেশি রেফারি সরাসরি ম্যাচে বাজি ধরেছেন। তাদের মধ্যে ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি রেখেছেন, আর একজন রেফারি একাই বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭টি ম্যাচে!

হাজিওসমানোগলু বলেন,

“সরকারি সংস্থার তদন্তে দেখা গেছে, মোট ৫৭১ সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনের অন্তত একটি বাজি কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন।”

এই ১৫২ জনের মধ্যে আছেন ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি, ১৫ জন সহকারী রেফারি, ৩৬ জন বিভিন্ন স্তরের রেফারি এবং ৯৪ জন সহকারী রেফারি।

টিএফএফ প্রেসিডেন্ট আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে—

“ওদের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে এবং নিয়ম অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে।”

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই সব ঘটনা গত পাঁচ বছরের, এবং এগুলো তুরস্কের ক্রীড়া আইন ও বাজি নিষিদ্ধ আইনের স্পষ্ট লঙ্ঘন।

তুরস্কি ফুটবলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে হাজিওসমানোগলু বলেন,

“আমরা জানি তুরস্ক ফুটবলের পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের দায়িত্ব হলো ফুটবলকে তার মর্যাদায় ফিরিয়ে আনা এবং সব ধরনের কলঙ্ক দূর করা।”

Exit mobile version