দুই দিনের ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি শুরু

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা)। প্রথম দিনে স্বর্ণ জিতেছেন আলী আমজাদ, জিহাদ, বিপ্লব, শুকান্তি ও হালিমা।

রবিবার দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফিয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার।

এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মোঃ মাকসুদ আক্তার মোবারকি। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য আব্দুল কাদির, তামজিদ রহমান ও শিরিন সুলতানা।

প্রতিযোগিতার প্রথম দিনে পুরুষদের বিভাগে তিন এবং মেয়েদের দুইটি মোট পাঁচটি ওজন শ্রেণীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুরুষ ৭৯কেজিতে বিজিবির দিপু চন্দ্রকে হারিয়ে স্বর্ণ জেতেন পুলিশের জিহাদ। ৮৬কেজিতে বিজিবির শাকিলকে হারিয়ে স্বর্ণ জয় করেন আনসারের আলী আমজাদ। ৯৭কেজিতে পুলিশের শান্তকে হারিয়েছেন বিজিবির বিল্পব।

এদিকে, মেয়েদের ৬২কেজিতে পুলিশের হাবিবাকে হারিয়েছেন আনসারের শুকান্তি। ৬৮কেজিতে আনসারের কাজলকে হারিয়ে স্বর্ণ জিতেছেন পুলিশের হালিমা।

আগামীকাল সোমবার (৮-৯-২০২৫) সকাল ১০টা হতে প্রতিযোগিতার ২য় ও শেষ দিনের খেলা শুরু হবে। এবং বিকেল ৪টায় পুরস্কার বিতরণী।

Exit mobile version