অঘোষিত ফাইনালে বাংলাদেশের যে স্পিনারকে নিয়ে সতর্ক লঙ্কানরা

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও তানভীর-শামীমদের স্পিন ভেলকিতে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের স্পিন অ্যাটাক নিয়ে বেশ সতর্ক লঙ্কানরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এখন ১-১-এ সমতা। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু এ ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন স্পিনার তানভীর ইসলাম।

এ ম্যাচে তানভীর একাই তুলে নেন ৫ উইকেট। শামীম হোসেন পাটওয়ারীও করেছেন দারুণ বল। মাত্র ২২ রান খরচায় শিকার করেছেন ১ উইকেট। মেহেদীয় হাসান মিরাজের ঝুলিতেও গেছে ১টি উইকেট। সব মিলিয়ে টাইগার স্পিনারদের আঁটসাঁট বোলিং বেশ নজর কেড়েছে।

ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলিনা কান্দাম্বে বলেছেন, ‘কলম্বোর চেয়ে ভিন্ন উইকেট এখানে (পাল্লেকেলেতে)। আমরা এ ব্যাপারে (স্পিন সামলানো) আলোচনা করছি। মাঝের ওভারে তারা (বাংলাদেশ) বেশ ভালো বল করেছে, তিন জন স্পিনার। আমরা আলোচনা করছি, কী কী অপশন আমাদের হাতে আছে সেই সময়টা উতরে যাওয়ার জন্য। ট্রেনিংয়ে আজকে চেষ্টা থাকবে সেসব প্ল্যান কাজে লাগানোর।’

পাল্লেকেলের উইকেট নিয়ে থিলিনা বলেছেন, ‘সাধারণত এখানে কলম্বোর চেয়ে বেশি সহায়তা থাকে ব্যাটারদের জন্য। বাউন্স এবং পেস সমান থাকে। আমরা এটাই আশা করছি। ক্যান্ডিতে গত ১২ মাসে ভালো ব্যাটিং উইকেট ছিল। আশা করছি পরের ম্যাচেও ব্যাটিং ট্র্যাক থাকবে।’

Exit mobile version